স্বরূপদর্শী
লেখাঃ অনিক শিকদার
খুঁজেছি মোর সপ্ততিতম অবরার্ধে
শুকনা বরফ কিংবা আঁধার চাঁদে।
নহে মিলে কোন অতীতকাল অদূরে
যেথা যাচিবে স্বরূপ আপন জনারে।
মণ্ডন নহে করেছি জীবনে লালন
মণ্ডপ তবে মহান সঁচকীর দান।
স্মৃতিকথা মালাগেঁথে রাখে পথ-ধূল
চিন্তা বনে উড়ছে নিশীথ-কাল চুল।
সুরেশ্বরী ত্রিতাল সাধে নব বার্ধক্যে
শেষদশা বিষাদ পদ্য রচে স্বচক্ষে।
দুই ভিতে ঘর ঝড়ে নড়-বড় করে
সমূলে ডাল-পাতা বিদারা ভয়ে মরে।
ধর্ম-কর্ম নহে বুঝি কুপথ অধ্বগ
মোল্লা-পুরুত সব জ্ঞানহীন বঁচক।
স্বার্থসিদ্ধতা চলে দিবস রজনীতে
স্বরূপে অরূপ খুঁজি শূদ্র-ব্রাহ্ম জাতে।
১১ই আশ্বিন ১৪২৪
নারায়ণগঞ্জ