মহা সপ্তমী পূজা
লক্ষ্মণ ভাণ্ডারী
মহা সপ্তমীর পূজা বিদিত ভুবনে,
মহাশক্তি আরাধনা ভক্তিযুক্ত মনে।
ঢাকীরা বাজায় ঢাক শঙ্খঘণ্টা বাজে,
মণ্ডপের বেদি পরে দুর্গামা বিরাজে।
নদীঘাটে দোলা নিয়ে করয়ে গমন,
মহাস্নান সেরে বিপ্র করে আগমন।
শিশু যুবা বৃদ্ধগণ সকলেই আসে,
সকালের সোনারোদ নদীতটে হাসে।
পুরোহিত করিছেন স্তব মন্ত্র পাঠ,
মণ্ডপের চারিপাশে প্যাণ্ডেল বিরাট।
শঙ্খ ঘণ্টা ধূপ দীপ প্রসাদের থালা,
ঘটে দেয় ধান দূর্বা আর ফুল মালা।
বিধিমতে সপ্তমীর পূজা সমাপন,
পূজা অন্তে করা হয় প্রসাদ বণ্টণ।