রাঙা বধূ
লেখাঃ অনিক শিকদার
সূর্য ঘ্রাণে ভূতল ভাসল,
ঘাম জলে বাতাস ভিজল,
নীল আকাশে ঘোমটা খুলল,
রাঙা বউ কপাল মুছল।
ডালিম তলে বাঁধল গান,
দক্ষিণ বায়ু জুড়াই প্রাণ,
মুখে গুঁজে লয় সুপারি-পান,
দশদিক ভাসে মিষ্টি ঘ্রাণ।
মিয়ার বউয়ের মধু-গলা,
শুনলে সুধা যায় না চলা,
মিয়া ভীষণ আল্লাহ-ওয়ালা,
না বুঝে তাই চিকন-কলা।
চার বধূতে বাঁধল লড়াই,
হিসেব চলে বাপের বড়াই,
ভাঙ্গল হাড়ি-বাসন কড়াই,
মিয়া খুঁজে উপায় ত্বরায়!
রাঙা বধূর অরুণ রূপে,
মিয়ার চৌদ্দ-পুরুষ কাঁপে,
নাইয়র নিতে আসল বাপে,
অঘোর মিয়া পাষাণ চাপে।
৮ই আশ্বিন ১৪২৪
নারায়ণগঞ্জ