আধো স্বাধীন
– সুবোধকুমারশীট
আমার মনের বাগানে ফুটেছিল কত ফুল,
সৌন্দর্য উপভোগ করতো সবাই,এটা কি ছিল মোর ভুল।
কত কষ্টে ছোট্ট চারা যোগ্য রূপে করেছিলাম সাধে,
সুরক্ষাও দিয়ে ছিলাম,স্বাধীনতা পেল না রয়ে গেলো আধে।
তারা যে ভাবতো তারা ছিল স্বাধীন,
প্রতিটি সময় তারা পেত আলতো গন্ধে পরাধীন।
কোমল ফুলের সৌন্দর্য তখনই সার্থক পথে যায়,
যখন সে আপন মনে স্বাধীন সুখ পায়।
যদি ফুল স্বাধীন হতো,মালির জন্য করতো না নত।
আমার মনের বাগানের মতো,
এই জগতে স্বাধীনের কাছে সবাই নত।।
রচনাকাল –
নিজ বাসভবন,
31/01/2017,মঙ্গলবার,
সকাল -08:11,