মানব ধর্ম

মানব ধর্ম

লেখাঃ অনিক শিকদার

 

পিঠে লই সংসার বোঝা,

না পারলাম হতে সোজা।

পাহাড় কষ্ট এ ভেদ বুঝা,

মজিলে মন দেখবে মজা।

 

বক পাখি দিগন্তে উড়েছে,

শুভ্র সুখে সন্ধ্যারে ভরেছে।

কার পূজা করলা প্রার্থনা?

আমি করি মানব অর্চনা।

 

সুখের সাধু কোথায় খুঁজি?

দুখের ব্যথা নিরবে ঘুচি!

পাগল নাহি মালিক বুঝি,

মানব ধর্ম করিবে সূচী!

 

সংসারলীলা বিষ অমৃত

কোন ধ্যান-পীযূষ প্রকৃত?

সুর সাধি একতারা খানে,

সত্যি ধর্ম কেউনা জানে!

 

 

 

 

 

৭ই আশ্বিন ১৪২৪

সোহাগপুর

0.00 avg. rating (0% score) - 0 votes