////\\\\ আসবে দূর্গা পূজো ////\\\\
______________________________
সঞ্জয় কীর্ত্তনীয়া
______________________________
আর কটা দিন পরে
হবে দূর্গা পূজো,
নতুন জামা পরে
হবো সাজু গুঁজো।
আসবে দূ্র্গা মা যে
এবার নৌকা করে,
সব ঠাকুর দেখবো
সকলে মিলে ঘুরে।
মেলা হবে সব খানে
কিনবো কত কিছু,
একা যাবোনা আমি
যাবো বাবা মার পিছুু।
সেই মেলায় আনন্দ
করবো সকলে গিয়ে,
মেলা থেকে খেলনা
আসবো কিনে নিয়ে।
দশ খানা অস্ত্র থাকে
যে দূ্র্গা মায়ের অঙ্গে,
কার্ত্তিক, গণেশ, লক্ষী
সরস্বতী রবে সঙ্গে।
বেশি দিন নেই আর
কটা দিন আছে বাকি,
শুধু দিন চলে যায়
তার অপেক্ষায় থাকি।
Pingback: Maria Smith
ধন্যবাদ
Pingback: creditmattersinc.org
ধন্যবাদ