এলো রে শরত্
লক্ষ্মণ ভাণ্ডারী
এলো রে শরত্ পূজোর পরশ
লেগেছে সবার গায়,
পূজোর আনন্দে শিউলির গন্ধে
চিত্তে পুলক জাগায়।
নদী দুইকূলে ভরা কাশফুলে
তরী আনে ঘাটে মাঝি,
যাত্রীদের দল করে কোলাহল
শারদ প্রভাতে আজি।
টগর বকুল ফোটে কেয়াফুল
দিঘিতে শালুক ফুটে,
ঢাকীরা বাজায় পূজোর সানাই
জয়ঢাক বেজে উঠে।
শারদ আকাশে সাদামেঘ ভাসে
ফুল ফোটে বনেবনে,
কান পেতে শুনি গান আগমনী
উমা’মার আগমনে।
ফুটিল মালতী কেতকী ও যুথি
গগনে উঠিল রবি,
যেদিকে তাকাই দেখিবারে পাই
পূজার খুশির ছবি।