প্রিয় স্বাধীনতা

প্রিয় স্বাধীনতা

           -সুবোধ কুমার শীট

 

শহিদের মহৎ জীবন মূল্যে কি হলাম পূর্ণ স্বাধীন?

প্রশ্ন করে দেখি যখনই বিবেক বলে- ‘তোরা অধীন’।

আমরা তবুও প্রবল খুশি স্বাধীনতা পেয়েছি বলে!

এই অনুভূতি পালন করে পূর্ণ করো এ শূণ্য কোলে।

 

রচনাকাল –

নিজ বাসভবন,

30/07/2017,

সকাল -07:30,

0.00 avg. rating (0% score) - 0 votes