আকাশকক্ষ
লেখাঃ অনিক শিকদার
আজি লেখা হল না কোন কবিতা
শ্যামবর্ণ ক্ষেপা আকাশ দেখিয়া।
এ প্রাণেশ্বর ছিল অবুঝ দেবতা
চেয়েছিল শুধু পরাণ ঘেরিয়া।
মেঘ ভাসিয়েছি তোমার পানে
লেখেছি মন-কথা মেঘের গানে।
বৃষ্টিবিন্দু যদি পড়ে কদম জলে
নাচিও উতলা হয়ে সেই সুর তালে।
খুলেছে কপাট আজি আকাশদেশ
শুনেছি আমি তার ক্রন্দনধ্বনি।
ক্ষেপা-অশ্বী-মেঘ যেন তোমার কেশ
বিজলী গর্জন লাগে অমৃতবাণী।
সমীরণ আঘাতে আজি পরাণ কাঁপে
ভেঙ্গেছে সে শাখা ভরা ছিল পাপে।
নব ঘন মেঘে আজি অতীত ভুলি
এসো তবে হাতে নিয়ে নব রঙ-তুলি।
২রা আশ্বিন ১৪২৪
নারায়ণগঞ্জ