তোমার একটু স্পর্শ নেব

তোমার একটু স্পর্শ নেব ।।। শফিক তপন

__________________________

আজ অনেক দিন পড়ে,

তোমায় ভাললেগেছে আবার নুতন করে ?

তুমি ভালই ছিলে একা,

আড়ালে নীরবে ও নিভৃতে না দিয়ে দেখা ।

 

সত্যিই আমিতো জানি,

আমায় আর ভালবাসনা সে কথাও মানি ।

তোমাকে শুধু মনে পড়ে,

ভুলতেযে পারিনা মন কাঁদে তোমার তরে ।

 

শুধু একটু স্পর্শ নেব

তারপরই তোমাকে আমি মুক্ত করে দেব,

চলে যাব অনেক দূরে,

কখনও কোনদিন তাকাবনা পিছনে ঘুরে ।

 

তোমার স্পর্শ টুকু নিয়ে,

সারা জীবন পূজা করব পুষ্পান্জলী দিয়ে ।

মন মন্দিরে জ্বালিয়ে ধূপ,

সকাল দুপুর ও রাতে জেগে রইব নি:শ্চুপ ।

__________________________

শনিবার, ১৬ই সেপ্টেম্বর, ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes