বৈরাগী

বৈরাগী

লেখাঃ অনিক শিকদার

 

ছাড়িলাম তোমার লাগি

সকল গৃহ স্বজন।

আমার কি আর লাগে কভু

ক্ষুধা তৃষ্ণা ভোজন?

সাধিলাম তোমার তরে

স্বরূপে মন পরাণ।

পঞ্চ ইন্দ্রে হস্তে পদে

যপে তোমার নাম।

হয়েছি সংসার বৈরাগী

কামে নিষ্কাম।

ত্যাঁদড় উপমা অভাগী

লুকাই আপন নাম।

এক জন্মে দুই জনম

বহে কলঙ্ক নদী।

নিদালি দিও গোসাঁই

প্রাণ ফুরাই যদি।

 

 

৩০ শে ভাদ্র ১৪২৪

নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “বৈরাগী

Comments are closed.