শরতের চাঁদ ওঠে

শরতের চাঁদ ওঠে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

সবুজ ধানের খেতে বেলা আসে পড়ে,

সোনার আলোয় ওঠে চারদিক ভরে।

অস্তাচলে ঢলে রবি দিবসের শেষে,

দিনের আলোক লুকায় নদীতট ঘেঁষে।

 

নদীঘাট থেকে মাঝি ঘরে ফিরে যায়,

পাখি সব আসে ফিরে আপন বাসায়।

ঢাক বাজে কাঁসি বাজে দেবীর মন্দিরে,

জ্বলে ওঠে ধূপ দীপ প্রতি ঘরে ঘরে।

 

শরতের চাঁদ ওঠে সুনীল গগনে,

জোছনার লুকোচুরি তমসা কাননে।

রজনী প্রভাত হয় পাখি গায় গান,

ফুল ফোটে বায়ু বয় মেতেওঠে প্রাণ।

 

দিঘির শীতল জলে ফোটে শতদল,

মরাল মরালী জলে খেলে অবিরল।

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes