শরতের সুপ্রভাতে

 

শরতের সুপ্রভাতে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

শরতের সুপ্রভাতে পূবে ররি হাসে,

নিশির শিশির ঝরে কচি দূর্বাঘাসে।

তরুর শাখায় পাখি করে কলতান,

দূর তে আসে ভেসে আগমনীগান।

 

রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে,

শুভ্রমেঘ পুঞ্জেপুঞ্জে গগনেতে উড়ে।

নদীকূলে কাশফুলে শোভা মনোহর,

নদীতট সুশীতল সরু বালু চর।

 

অজয়ের খেয়াঘাটে আসে যাত্রীদল,

খেয়ামাঝি নৌকা ছাড়ে উঠে কোলাহল।

আসিল পূজার দিন খুশির জোয়ার,

ক্রেতা বিক্রেতার ভিড় পূজোর বাজার।

 

বাঙালীর দুর্গাপূজা বর্ষে একবার,

এসো মাগো মহামায়া ভুবনমাঝার।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes