আমি একটা চিঠি

আমি একটা চিঠি

লেখাঃ অনিক শিকদার

 

নীল কলঙ্কযুক্ত খামের আবরণী

রঙ মাখা আরেক পত্র পল্লবী।

যে জন খুলেছে সেই চিঠি,

সে জন ভিজিয়েছে নিশীথে আঁখি।

একদিন বৃষ্টি হয়েছিল খুব করে,

ভিজেছিল চিঠিপত্র সেদিন ভোরে।

ঝড়ের ধাওয়ায় চিঠিপত্তর ভেসেছে উজানে,

চিঠির সব রঙ মিশে গেছে কণ্টকী বৃন্দাবনে।

খুঁজিতে নাহি আসিবে কেউ চিঠিখানারে,

মরিলাম কি পচিলাম তা দিয়ে কে কি করে?

 

 

২৭শে ভাদ্র ১৪২৪

নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes