অদেখা

অদেখা

লেখাঃ অনিক শিকদার

 

অদেখারে দেখিলাম সই

যমুনার জলে,

তারে দেখে পরাণ আমার

ভাসিল জলে।।

 

পথের বাঁকে দেখি তারে ছলে-কৌশলে

তাই দেখিয়া লোকে মোরে পাগল বলে।

 

কাজল কালো আঁখি তাহার

সোনার বরন দেহ,

এই সংসারে দিল না আর

এমন মায়া কেহ।।

 

জগৎ-বাড়ি উজাড় করি সকাল বিকালে

আমার মনের রুগ সারিবে তাহারে পাইলে।

 

অদেখারে দেখিলাম সই

মেঘনার তীরে,

তারে দেখে পরাণ আমার

না থাকে নীড়ে।।

 

কদম ঢালে বসি আমি জলের অতলে

তাহার ছবি দেখি হায়গো অন্তর মেলে।

 

 

 

২৬শে ভাদ্র ১৪২৪

নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes