রোহিঙ্গাদের জন্য প্রাণ কাঁদে ।। শফিক তপন
দূর্বিসহ করুন মর্মান্তিক
বীভৎস বিভীষিকায় রোহিঙ্গা মুসলমান,
মায়ানমায়ারে নিষ্পেষিত
অবরুদ্ধ নির্যাতিত ওদের সকলের প্রাণ ।
রোহিঙ্গাদের দু:খ দেখে
কতদিন ধরে আমার পেটে যায়না ভাত,
তাঁদের দু:খে মন কাঁদে
নানান স্বপ্ন দেখি ঘুম হয় না সারা রাত ।
মায়ানমার এতবড় দেশ
বাংলাদেশের চেয়ে তিনগুন বড়তো হবে,
সুখেদুখে পাড়া প্রতিবেশী
মিলেমিশে অনায়াসে থাকতে পারে সবে ।
নর নারী ও শিশুর লাশ
মানুষের রক্তের বন্যা নাফ নদীর জলে,
মৃত্যুর ভয়ে আতংকিত
ওদের জন্য আজ কেউ নেই কথা বলে ।
হাত ও পা কেটে ফেলছে
জীবনটা নিয়ে পারছেনা যেতে পালিয়ে,
যাকে পাচ্ছে মেরে ফেলছে
মানুষ সহ ঘর দোর সব দিচ্ছে জ্বালিয়ে ।
নি:শ্ব ওরা নেই অন্ন বস্র
মৃত মায়ের দুধ পান করছে অবুজ শিশু,
কেউ নেই ওদের দেখার
কোথায় আল্লাহ খোদা ভগবান ও যীশু ?
মসজিদ মন্দির কোথায়
কোথায় গীর্জা তাঁদের একটু আশ্রয় দিন,
মানুষ হয়ে মানুষের জন্য
আসুন পরিশোধ করি এমানবতার ঋণ ।
অসহায় রোহিঙ্গাদের জন্য
আমার ফরিয়াদ দয়াময় আল্লাহর কাছে,
অশ্রু দিয়ে লিখা এদোয়া
খোদা রক্ষা কর এখনও যাঁরা বেঁচে আছে ।
———-
বুধবার, ৬ই সেপ্টেম্বর ২০১৭