পরের ঈদ

দেখলেই তো কত্ত ছিল অসুবিদে
অনেক কিছু কিনে দেবো পরের ঈদে।
প্লিজ প্লিজ রাগ করো না লক্ষ্মী বউটা
সত্যি বলছি কিনে আনবো “স্নো”র কৌটা,
জান বলছি রাগ করে না এমন দিনে,
দেব তোমায় রাঙ্গাপরী মেহেদি কিনে।
দুহাত ভরে পরিয়ে দিলে কাঁচের চুরি;
তুমি হবে পৃথিবীর সেরা সুন্দরী!
এই দিনটা হয়ে উঠুক সুখের স্মারক
আও দুজন দুজনকে বলি ঈদ মোবারক।

1.00 avg. rating (58% score) - 1 vote