কোমল প্রদীপ
লেখাঃ অনিক শিকদার
তোমার কোমলতা পূর্ণ
ওষ্ঠাগত ঝড়তুফানে নিভিয়ে দিলে
পূর্ণিমা-প্রদীপ-তারা।
আমি দেখেছি সেই নিভে যাওয়া
প্রদীপের কান্নার করুণ ধুম্রজাল,
দেখেছি তোমার কাজলনয়নের ধারা।
আজও ভুলা যায় না
সেই বৃষ্টিহীন প্রলয়লীলায়
ভেসে যাওয়া হৃদয় পাড়া।
১৮ই ভাদ্র ১৪২৪
সোহাগপুর।