ভালবাসো কাউকে যেমন সমস্তটা দিয়ে
তেমনি করেই তোমায় ভালবাসছে সে তো প্রিয়ে।
তুমি বুঝনি সে মানুষটারে, মনের মর্ম তার
চতুর্দিকে হাতরে শুধু পেয়েছে অন্ধকার।
তুমি বার বার বলেছ তারে এ প্রেম অসম্ভম
আর অন্ধের মত করে গেছ অন্য কারো স্তব;
যেমন চেয়েছ সুখ মেলা
তেমন পেয়েছ অবহেলা
দুই জনেরই সমান প্রাপ্য কিছুটা জল ব্যাথার।
যদি ভারি হয়ে উঠে প্রেমের সামান্য এ ঋণ
আর তোমারও আসে তারই মত এমনই দূর্দিন,
সুখ হারিয়ে অগোচরে
যদি তাকেই মনে পরে
সে তো চাইবে না কভু প্রয়োজন হোক অন্য শুশ্রূষার।