তুমি মানেই আমার তুমি
ইচ্ছাগুলিকে গোপন করা;
সকল মাঝের আলসেমি-
চোখের কোণে স্বপন ফেরা।
স্বপনগুলি জড়িয়ে থাকে
হাতের মাঝে পরশ নিই;
মনটা শুধু তোমায় ডাকে
ইচ্ছাতেই রং মাখিয়ে দিই।
আঁখি কোণে কতই স্বপন
গল্পকথায় লুকিয়ে রাখা;
রং বাহারে মনটা গোপন
স্বপ্নপথে চলি আঁকা বাঁকা।
আমি যেমন তোমার মতো
জলছবিতে ভাসিয়ে মুখ;
তোমার মাঝে প্রণয় কত
আষাঢ় ভাসা বাদল সুখ।
——–