হৃদয়েশ্বরী
লেখাঃ অনিক শিকদার
তব আননে মিথুনপদ
‘তব ভালোবাসি’,
দ্বৈত পদে উপনিষদ্
হেরি অবিনাশী!
তব হৃদাখড়া বিথাঙ্গলা,
এ মোহন্ত ঋণী।
ভজন-তিলক, গুরুবোলা,
অর্ঘ নহে জানি।
অর্জুনে দ্রুপদ পরাজয়,
দ্রোণ যোগ্য শিষ্য।
প্রণয় তপসে মহালয়
নীর তরে পিষ্য।
রক্ষক বাঁধনে দ্যূতসভায়
দিলে বস্ত্রাবরণ।
পাপের আধার এ অসহায়,
দিও তব চরণ।
কলির কালের স্রোতধারায়
ব্রাহ্ম শাস্ত্রহীন!
হৃদয়েশ্বরীর স্থান কোথায়?
কিসে শোধি ঋণ?
১৩ই ভাদ্র ১৪২৪
নারায়ণগঞ্জ।