পিছুটান by Anik

পিছুটান

লেখাঃ অনিক শিকদার

 

বেউড় বাঁশের নখের খোঁচাই

আঁচল গেছে ছিঁড়ে,

খোঁপার বাধন বলছে আমায়-

‘দেখ ল পিছে ফিরে’।

 

মনের বনের ঢালের চূড়ায়

ব্যাথার অম্ভ ঝরে।

স্মৃতির চরের কঠোর জামাই

প্রলয় জটা করে!

 

বিজনী অনিলে অনল নিভাই

শ্বেতাভ অর্চি উড়ে।

নাকের নোলক শ্বসন আঁটায়

সাদা বকের নীড়ে।

 

রূপার নূপুর শিকল পরাই

টানিস কেন পাড়ে?

এপার ওপার কোথায় গড়াই

যাইগো কার তরে?

 

 

১২ই ভাদ্র ১৪২৪

নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes