♥♥ তুমি মানে ♥♥

::::::::::::”তুমি মানে”:::::::::::::
_____________ স্বপ্নজয়

তুমি মানে মিষ্টি হাঁসি,
চোঁখ জুড়ানো ভাষা ।
তুমি মানে আশার আলো,
শুধুই ভালো বাসা।
তুমি মানে প্রেম আমার,
হৃদয়ে গোপন কথা ।
তুমি মানে চির সাথী
সুখ দুঃক্ষের ব্যাথা।
তুমি মানে বিশ্বাসে ভরা,
ছোট্ট একটি থালা ।
তুমি মানে বন্ধু আমার,
নিঃস্বার্থ পথে চলা ।
তুমি মানে স্বপ্ন আমার,
এই জীবনের সাথী ।
তুমি মানে গল্প আমার,
জীবনের দিন – রাতী ।

0.00 avg. rating (0% score) - 0 votes