চাষীর গান
লেখাঃ অনিক শিকদার
এই হাতে লাঙ্গল চালাই,
মাটি চিরে সোনা-ধান জমিনে ফলাই,
সুখের গানে অভাব তাড়াই!
তবু কভু মনের ভুলে,
আঁখি-শর নাহি বিদ্ধে কলমিফুলে,
দেয়নি তোলে পিয়ার খোঁপায়।
যায় ভেসে বগলা বিলে,
বুনোহাঁস ডানা ঝাড়ে বসে মগডালে,
খুঁজিনি জল নেত্র-মোহনায়।
কর্ষ-কাল নাহক যায়,
কৃষাণী বসে আছে একা আঙ্গিনায়,
ক্ষেত্রীর দুঃখ নাহি ঘনায়।
১০ই ভাদ্র ১৪২৪
নারায়ণগঞ্জ।