মা

মা

 

তোমার নাড়ী ঝুলে পৃথিবী পেলাম,

তোমার আঁচল তলে আহারান্ত ছিলাম।

বিনিময় তোমাকে প্রেম-পণ্য দিলাম!

 

মাফ করে দিও মা।

আমি ত তোমারি অপদার্থ সন্তান,

ক্ষুদ্র-সহস্র ভুলে ভরা এ ছোট প্রাণ।

 

৭ই ভাদ্র ১৪২৪

নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes