গহীনে শব্দ

গহীনে শব্দ

লেখাঃ অনিক শিকদার

 

আঁখি-মশাল জ্বেলে আছি

অমাবস্যাতিথি লগ্নে।

জোনাকিরা আলোর জালে

পথ চেনায় প্রযত্নে।

ঘরজুড়ে অাঁধার নিখুঁত

শয়ন ভাঙ্গে স্বপ্নে।

মহানিশা ভরিয়াছি আজ

তোমার স্মৃতি রত্নে।

 

বুকের খাঁচার শূন্যপথ,

স্বপ্ন বুনে আশার রথ।

পথের তুচ্ছ ধুলের মাঝে,

আঘাত জমে সকাল সাঁঝে।

 

এক হস্তে হাজার বালা,

কে বুঝে তার ব্যথার কলা?

এক আকাশে দু’টি তারা,

কেউ না জানে করুণ ছড়া!

 

বাঁশ বাগানে বকের বাসা,

কেউ না শুনে কারো ভাষা।

এক সূর্যে সবাই স্তব্ধ,

তার আছে গহীনে শব্দ।

 

 

৬ই ভাদ্র ১৪২৪

নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes