প্রেম কি?
প্রেমের সংজ্ঞা হয় না,
হয় শুধু অনুভূতি।
প্রেমের ধর্ম হয় না,
প্রেম হয় অপধর্মের যতি।
প্রেমের আকার হয় না,
প্রেম হয় ইলেক্ট্রাবতী!
প্রেম হয়, মাটির বুকে
সুপ্ত থাকা ফিলামেন্টাস।
প্রেম হয়, ধুপের আলোয়
জাগিয়ে রাখা চাঁদেরহাট।
প্রেম হয়, বর্ষার জলে
চাতকিনীর ঘুচে পিপাস।
প্রেম হয়, অদেখাতে
ভবের মাঝারে স্বর্গবাস।
প্রেম হয়, অর্ক-জলে
নীরদে বহিঃপ্রকাশ।
৪ ঠা ভাদ্র ১৪২৪
নারায়ণগঞ্জ।