অভিমান
লেখাঃ অনিক শিকদার
চতুঃপার্শ্ব ধ্যানলব্ধ,
সমীরণে বিদ্রোহিণী গন্ধ,
খদ্যোতিকার পদে শিকলের টান,
ততোধিক তব অভিমান।।
মেঘ-মাঝে গতি শব্দ,
ভূতল ঢিবি তরে আবদ্ধ,
তারি ‘পরে অন্বিত মাধ্যাকর্ষণ,
ততোধিক তব অভিমান।।
অরুণ অপ্রতিরোধ্য,
পুষ্প লক্ষ্যে ঘ্রাণ অবিচ্ছেদ্য,
ভ্রমরকৃষ্ণ সাধি তঁচক অাশঁসন,
ততোধিক তব অভিমান।।
৪ঠা ভাদ্র ১৪২৪
নারায়ণগঞ্জ।