সাঁঝেরবেলা একেলা আমি বসি;
আমার মাথায় আকাশ রাশি রাশি;
ধীরে ধীরে ঘনিয়ে আসে রাত।
কাদের বধূ যাচ্ছে যেন হেকে;
পুকুর পাড়ে পথ গিয়েছে বেঁকে;
যেথায় কথা ফুরায় অকস্মাৎ।
জানি, তুমি আসবে না এখানে;
সন্ধ্যাবেলা এই একেলা নির্জনে;
সময় যেন আদৌ কাঁটছে না।
ভাবনা শুধু পিছনেতে ফেরে;
মন কেমনে তুমি অন্তঃপুরে;
কষ্ট সাথে মন যে বাঁচছে না।
———