পবিত্র প্রত্যূষ
লেখাঃ অনিক শিকদার
‘আল্লাহু আকবার’ ফুঁকে মসজিদে ইমাম
ভোরের পাখিরডাকে একই আহবান।
শুকতারা নিভু-নিভু রাতজাগা ঘুমে
গোলাপ দল মেলে পূত-রোদ চুমে।
আশার আলো ছড়ায় ধরণীপতি
এ ভুবনে নেই কোন প্রাণের যতি।
সকলি গেয়ে যায় প্রেম-জয়-গান
প্রত্যূষে শুনি প্রভুর পুণ্য গীতবিতান।
৩রা ভাদ্র ১৪২৪
নারায়ণগঞ্জ।