অন্তরালে বয়ে চলা লাগামহীন উষ্ণতায়
দিগন্ত প্রসারী স্তরে স্তরে সাজানো উচ্চতায়
শহরের অবকাঠামোর ভিন্ন স্বাদের আশায়
কিশোর-কিশোরীর বাধভাঙ্গা ভালবাসায়
মাঝ বয়সী পুরুষের স্নায়ুর মৃদু উত্তেজনায়
কোন এক নারীর অবারিত নিজস্ব রুক্ষতায়
জীবন চলার পথের আকাবাঁকা অচেনা রাস্তায়
ভালবাসা ডানা মেলে তবু এই নিষিদ্ধ সন্ধ্যায়!!!
অসামান্যতায়য় পরিপক্ব ছিল লেখাটি।
প্রসংশা করলে ছোট করা হবে। এক কথায় অপূর্ব।