আদৃত শরৎ

আদৃত শরৎ

লেখাঃ অনিক শিকদার

 

ভাদ্র এসেছে বিশাখা দিগন্তরে,

মাঠ-ঘাট ভাসিয়ে বানে-জোয়ারে।

শরতের আকাশে ছোট-ছোট তারা,

ঝাকে-ঝাকে মেঘমালা দেয় পাহারা।

 

ডালে-ডালে দুলে হরিদ্রা মিনজিরি,

গোপনে ঝরে কত শ্বেত হিমঝুরি।

পাতায়-আড়াল হয় লাল পাখিফুল,

নিরব রয়েছে পত্রমোচী বকফুল।

 

এসেছ নিরব তুমি, ওগো আমার দুয়ারে,

পত্র-ঝরা ক্ষণে এই কূঁজবন আঁধারে।

শিউলি-শেফালী ফুলে প্রেম-মালা গাঁথি,

ছাতিমের কফিনে আজ শ্রাবণের ইতি।

 

 

১লা ভাদ্র ১৪২৪

নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes