মন বাগানে বাড়িয়ে ছিলাম হাত
পেতে ফুলের স্নিগ্ধ তনুর ছোয়া;
পেলাম কাটার অসংখ্য আঘাত
দু’হাত আমার আজো রক্তে ধোয়া।
কোন বাগানের ফুল তুলেছিস তুই
সেখানে কি নেই ছলনার কাটা?
নিঃশ্বাসে পাই পুরনো গন্ধই,
চোখে পরে সেই ললনার হাটা।
মন বাগানে বাড়িয়ে ছিলাম হাত
পেতে ফুলের স্নিগ্ধ তনুর ছোয়া;
পেলাম কাটার অসংখ্য আঘাত
দু’হাত আমার আজো রক্তে ধোয়া।
কোন বাগানের ফুল তুলেছিস তুই
সেখানে কি নেই ছলনার কাটা?
নিঃশ্বাসে পাই পুরনো গন্ধই,
চোখে পরে সেই ললনার হাটা।