উর্বর মাটির তুমি সবুজ সন্তান
ক্রমে হয়ে উঠেছিলে এই পুরো ভুখন্ডের প্রাণ।
নির্যাতিত নিপীড়িত একটা জাতিকে তুলে এনে
তাদের দিয়েছিলে তুমি সসম্মানে বাঁচার অধিকার;
কুটিল, অন্যায় আর অাঁধারের বুকে আঘাত হেনে
সে জাতিকে দেখিয়েছ খুব স্বচ্ছ আলোর দুয়ার।
তুমি ছিলে মহান দেবতা
একটা জাতির কাছে, একটা বিশ্ব মানবতার কাছে
হয়ে উঠেছিলে তুমি পিতা
বাঙলা তোমার বুকে, দেখেছি তোমার স্নেহে বাঁচে।
সবকিছু ঠিকঠাক ছিল
অবারিত সুখশান্তি; পরিমল আবহাওয়া; সবিশেষ তোমার আশ্রয়ে
বেচে থাকার স্বপ্ন নিয়ে এগোচ্ছিল ভীষণ গুছিয়ে
আচমকা ঝড় উঠে লন্ড ভন্ড করেদিল সব।
কি জানি কী পাপে?
কিংবা কী নির্মম অভিশাপে?
তোমার বুকের রক্তে অপবিত্র করল মাটি দেশের শত্রুরা
কেঁদে উঠল আকাশ, বাতাস
অনাথ হল বাংলার মাটি ও মানুষ।
সকলের বুকে আজ তোমার জন্য তীব্র হাহাকার
বেদনায় নীল হয়ে যেতে থাকে শ্যামল প্রকৃতি
বাংলার প্রতিটা ধুলি কণা তোমায় ভালবেসেছিল।
এই দিনটা আজও বহন করে চলছে দুখে
সেদিনের রক্তাক্ত স্মৃতিগুলো
সবাই কাতর হয়, মুহ্যমান হয়ে ওঠে শোকে
অবিশ্রান্ত উরতে থাকে ধুলো।
একটা জাতি তাৎক্ষণিক স্তব্ধ হয়ে যায়।
কোন পাপ ছিল না রে ভাই।
চক্রান্ত!
হুম সেটাই।