ক্ষেপা
লেখাঃ অনিক শিকদার
নত মস্তক,
ক্ষত-বিক্ষত,
শত ব্যথাহত এই প্রাণ।
মৃদু সুরে,
সুর-সপ্তকে,
বাজিবেনা দূরে গান।
রোদ স্নানে,
ক্ষেপে ক্ষিপ্র,
হল বর্ষার অবসান।
নাহি হাসে,
নাহি ভাসে,
নাহি গগনে অভিযান।
৩১শে শ্রাবণ ১৪২৪
নারায়ণগঞ্জ।
ক্ষেপা
লেখাঃ অনিক শিকদার
নত মস্তক,
ক্ষত-বিক্ষত,
শত ব্যথাহত এই প্রাণ।
মৃদু সুরে,
সুর-সপ্তকে,
বাজিবেনা দূরে গান।
রোদ স্নানে,
ক্ষেপে ক্ষিপ্র,
হল বর্ষার অবসান।
নাহি হাসে,
নাহি ভাসে,
নাহি গগনে অভিযান।
৩১শে শ্রাবণ ১৪২৪
নারায়ণগঞ্জ।