কালো ঠোট

বিড়ি খাওয়া কালো নয়,
অক্সিজেনে বিজারিত কার্বন মাখানো কালো নয়,
কিংবা ঘনিভুত মেঘের জমাট কালোও নয়;
এক অপুর্ব বিভায় ভরা উজ্জল তোমার কালো ঠোট।

সেই কালোতে তাকিয়ে থেকে নয়ন ভরে যায়
হাজার বছর জল না পাওয়ার তৃষ্ণা মরে যায়।

হাসিটুকু মন প্রাণ মুগ্ধ করে রাখে
অজান্তে জেগে অমন ঠোটে চুমুর আবছা স্মৃতি;
কি সহজ প্রান্তবন্ত ঠোট নাড়ার ভঙ্গিমা তোমার।

তোমার ঠোটের কাছে
কিছু কি চাওয়ার আছে,
অন্তরালে বসে ভসে ভাবি আমার অবসর ভালো কাটে।

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “কালো ঠোট

    • ধন্যবাদ। কখনো যদি কোন ভাবনা অমুলক ঠেকে,
      কিংবা যদি আঙ্গিকগত কোন ত্রুটি দেখতে পান। তবে অবশ্যই গঠনমুলক সমালচনাও করবেন কৃতজ্ঞ হবো।

Comments are closed.