হাসি-কান্না

হাসি-কান্না

লেখাঃ অনিক শিকদার

 

হাসি তোমার গুলমোহরী,

দিঘির জলের পদ্মমণি।

হাসি তোমার নীল-বাহারি,

মেঘনা নদীর মিঠা-পানি।

হাসি তোমার ঘুম-কুমারী,

পুরাণ পাঠের মুগ্ধ-বাণী।

 

কান্না কাঁপায় নভোমণ্ডল,

শত-চিরে ভাঙ্গে ক্ষৌণী-তল!

কান্না জাগালো অরূণ পাল,

বৃন্দা বনের কণ্টকী-ফুল!

 

৩০শে শ্রাবণ ১৪২৪

নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes