আগস্ট

আগস্ট

লেখাঃ অনিক শিকদার

 

হে বাঙালিজাতি,

তোমরা কি জান আগস্ট কাকে বলে?

তোমরা কি জান স্বপ্ন কিভাবে ভাঙ্গে?

 

হে নবীনকুমার,

তুমি কি চেন স্বাধীনতা কাকে বলে?

ভোরের পাখি কোন সকালে জাগে?

 

হে আকাশবাসি,

তোমরা ইতিহাসের সাক্ষরিত লালরং!

মায়ের কোলের ছোট ছেলের আবেদন!

 

হে বর্বর জাতি,

সে ছিল সোনার হরিণ, সূর্যদেব, প্রভাত!

তাঁর রক্তে ভেজা বাংলার পথঘাট!

 

৩১শে শ্রাবণ ১৪২৪

নারায়ণগঞ্জ।

0.00 avg. rating (0% score) - 0 votes