অস্থির হাওয়া
লেখাঃ অনিক শিকদার
এলোমেলো বইছে হাওয়া,
মেঘের পিছে করছে ধাওয়া।
হটাৎ রোদ্র, হটাৎ ছায়া,
এ যে গভীর মায়া!
বাতাস ছুটে আসছে তেড়ে!
নিবে বুঝি সবই কেড়ে।
বাতাসের ঐ কঠিন স্রোতে,
মন ছুঁয়ে যায় আকাশটাকে।
১লা শ্রাবণ ১৪১৬
আড়াইসিধা।
হাওয়াটা সত্যিই অস্থির আর আপনার কবিতাটাও।
অশেষ ধন্যবাদ