অবুঝ শিশু

অবুঝ শিশু

লেখাঃ অনিক শিকদার

 

অবুঝ শিশু প্রশ্ন করে,

দাদু ভাইয়ের দাড়ি ধরে।

দাদু, বাবা কোথায়?

এই প্রশ্ন কেনরে ভাই?

নাতির মাথায় হাত রেখে,

বলছে কেঁদে কেঁদে-

বাবা তোমার স্বর্গে গেছে,

আসবে নাকো ফিরে।

স্বপ্ন তোমার স্তব্ধ আছে,

শুধু আমাকে ঘিরে।

 

 

২৮শে শ্রাবণ ১৪১৬

আড়াইসিধা।

0.00 avg. rating (0% score) - 0 votes