সৈকতের খেলা
লেখাঃ অনিক শিকদার
নদীর তীরে ছোট শিশু
খেলে ভাঙ্গা-গড়ার খেলা।
খেলা শেষে বাড়ি ফিরে
কাটিয়ে সারা বেলা।
দুষ্ট আঁখির মিষ্টি ঘুম
ভাঙ্গবে সকাল বেলা।
সেই শিশুটি খেলতে যাবে
ভাঙ্গা-গড়ার খেলা!
আমরা যারা বুঝতে পারি
নদীর পাড়ের খেলা,
আমরা যেন সময় নিয়ে
করি নাকো অবহেলা।
এমনি করে জীবন তোমার
কতদিনই বা যাবে?
লাগাও তোমার সময় কাজে
যত সময় পাবে।
২৭শে আষাঢ় ১৪১৬
আড়াইসিধা।