যাও তবে
~অনিক শিকদার~
নাহি যদি রবে,
এই ব্যথিত হৃদয় মাঝে।
আঁখি ধারায় গলিত লাভা ঢেলে
যাও তবে,
এই ভেজা সাজে!
আজ আমার প্রতিপক্ষের জয়,
যদিও বা আমার অসীম ক্ষয়।
যাও তবে,
পাহাড়-সমুদ্র-গিড়ি উতরাই!
আমি না হয় খোঁপায়
পারিজাতের আলিঙ্গন মিশাই!
ঝর্ণা প্রবাহকে সাধিব,
দুই জনে মিলে কাঁদিব।
যাও তবে,
আমি রহিব নিরবে।
প্রবালের তরে বেদনা চাপিয়ে
হাসি মুখে কাঁটা গাঁথিব হৃদয়ে।
তবুও যদি তুমি সুখ পাও,
তবে যাও, তুমি যাও,
দূরে অজানায় চলে যাও,
যেখানে তোমার তুমিকে পাও।
২৭ শে শ্রাবণ ১৪২৪
নারায়ণগঞ্জ, ঢাকা।
“যাও তবে”
আমার অন্যরকম ভালো লাগার একটা কবিতা।