===== পথ_শেষ =====
________স্বপ্নজয়
সকাল বেলাটা ভালো ভাবে কেটে গেল,
আজ আমি নতুন এক পথে চলেছি…..
আমি এখন নতুন পথের বাস যাত্রী,
প্রায় দুপুর হয়ে এলো বাস ভর্তি মানুষ।
বাসে বাচ্চা,বুড়ো সকলেই আছে।
ঘুম ঘুম আসছিল,চোখ বন্ধ করে আমি
একটু ঘুমিয়ে নিচ্ছি।
হঠাৎ চোখ খুলতে দেখি,আমি রক্তাক্ত
অবাস্তায় বাসের মধ্যে।
বাসটি রাস্তার ধারে উল্টে পরে আছে,
জানিনা কি করে হয়েছে….?
জীবনে এই মরন দৃশ্য আগে কখনো
কোনদিন দেখিনি।
বাসের মধ্যে সকলে রক্তাক্ত হয়ে আছে,
যাত্রীদের কারো কারো আবার জীবনে
চলার পথ শেষ হয়েছে।
ভাবতে পারিনি আমার জীবনের আজই
নতুন চলার পথ শেষ হয়ে যাবে….!
সঞ্জয় কীর্ত্তনীয়া
বেতাই :: নদীয়া