চন্দ্রাবতী

চন্দ্রাবতী

শুভ্রবসন তার নীরদ সম

সমীরণ ঢেউতোলে প্রগাঢ় ঘন।

কাশফুল কুমারী চিরায়ত বানী

শ্বেত কেশ কালোচিত আমিও জানি।

খোঁপায় শতদলে পূর্ণিমা-শশী

প্রাণে-মনে ডাকিনু শতদলবাসি।

আখি জলে তারাদের অপার হাসি

চিবুক তলে এসে রয়েছে বসি।

কণ্ঠদেশ অধিকারী শিউলি-বকুল

কানে দোলে অযাচিত সাদা-বনফুল।

পা দুটি জড়িয়ে উপত্যকা-কমল

কোমরে বিছা হবে বনলতা ফুল।

জাফরান শোভিত পরিহিত শাড়ি

সন্ধ্যা-প্রদীপ-সম তুমি সে নারী।

চন্দ্রাবতী এলে তুমি নদীর কূলে

চাঁদ হল চৌচির তোমার আদলে।

…অনিক……..

……..২৫ শ্রাবণ ১৪২৪…

0.00 avg. rating (0% score) - 0 votes