খুকুমণি

রিমঝিম রিমঝিম

পড়ে শুধু সারাদিন।

কল-কল ছল-ছল

বয়ে যায় খালবিল।

 

টুপটাপ টুপটাপ

সোনা ব্যাঙ চুপচাপ।

এক লাফ, দুই লাফ

হয়ে যায় কুপোকাত।

 

দিনরাত দিনরাত

খুকু খায় দুধভাত।

মিটমিট মিটমিট

তারা জলে প্রতিরাত।

 

 

…অনিক……..

২৩ শ্রাবণ ১৪২৪…

0.00 avg. rating (0% score) - 0 votes