শ্রাবণপূর্ণিমা
অজস্র মেঘমাল,
ভাসিয়ে দিয়ে মোর পানে,
অবলাজাতির রূপাশ্রিতা হয় গেলে।
সেই সফেন,
সাগরগামী জলধারার স্রোতে,
আমাকে ভাসিয়ে দিলে-এক অজান্তে!
কবে এসেছিলে,
কবেই বা প্রস্থানোদ্যত হয়েছিলে,
আবার প্রত্যাবর্তন; হাতে একফোঁটা চাঁদ!
সেই পূর্ণিমাচাঁদ,
মেঘের ঘ্রাণ-নির্যাস মিশ্রিত,
জোনাকিপোকা গুলো গেয়ে যায় অবিরত।
শ্রবণেন্দ্রিয়,
আমার বিপক্ষ দলের অধিকৃত,
তোমার অমৃত-কণ্ঠ মায়াজাল সমবেত।
মায়াবতী,
ক্ষণকালের মায়ায় ভরিয়ে যাও,
শ্রাবণপূর্ণিমায় একি বর্ষা-বারি দিয়ে যাও?
…অনিক……..
২৩ শ্রাবণ ১৪২৪…