শালিক চড়ুই

শালিক চড়ুই

চতুর বেজায়

দুষ্টুমিতে রাজা।।

 

বিড়াল মামা

হটাৎ চাওয়া

কাকের পিছু ধাওয়া।

 

কোকিল বাবুই

শিল্পী ভাই

ভাবের নাইকো সীমা।

 

তাই দেখে

কুকুর মামা

কণ্ঠ দিলো জমা।

 

 

…অনিক……..

২৩ শ্রাবণ ১৪২৪……

0.00 avg. rating (0% score) - 0 votes