ধানের শীষ

মৃত্তিকাভেদ করেই থেকেছি,

থাকব অনতিক্রমণীয় কাল অবধি!

পরিপূর্ণতা দিয়েছি কৃষাণী মনে,

মাঠ ভরা সোনালী-সূর্য-ধানে।

 

আমি একটি ক্ষুদ্র ধানের চারা,

কৃষাণী-তরে আমার বাচাঁ-মরা!

তিন আনার এই জীবনকথা

খানে-খানে মায়া গল্পে গাঁথা।

 

দক্ষিণা বায়ু আন্দোলিত করে,

হেলে-দুলে খানিক যায় পড়ে।

গগন পানে দেখতে নাহি পারি,

ফসলের দায় কেমন করে ছাড়ি?

 

ফ্যাসিবাদী শীষ কর্ণমূলে বলে,

দোসর কি হবে মোর দলে?

থমকে আমি দেখি খানিক পরে,

অসাড়তা বাড়ছে আমার ঘাড়ে!

 

প্লাবিত বিষ-বারি চিবুক ছুঁই,

ঢালের দিকটা ডুবে যায় ঐ।

ক্ষুরধার-স্রুতে পথ হারাবার!

কর্ণধার কি আসবেনা আর?

 

 

অনিক………

…২৩শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

0.00 avg. rating (0% score) - 0 votes