মধুর মনের আকুতি সর্বদা মধুর হয়ে ওঠে
তার অধরের তৃষ্ণায় কাতর , এ তৃষিত অধর
কতকাল যেন তার স্পর্শ থেকে বঞ্চিত
তৃষ্ণার্ত অধর আর মনের মিনতি
একাকার হয়ে শুধুই অপেক্ষার প্রহর গুনে চলা ।
একবার শুধু তার স্পর্শ পাবার আশা,
একবার শুধু তার দর্শনের আশা ,
একবার শুধু তার কণ্ঠ শুনিবার আশা ,
একবার শুধু তার নিঃশ্বাসের সুবাস নেবার আশা ,
একবার শুধু তাকে একবার ভালবাসবার আশা ।
পিয়াসী এ জীবন শুধুই অপেক্ষমান………
যে পড়বে তারই তৃষ্ণা জাগবে। একটা অসাধারণ কবিতা। অনেক ভাল লেগেছে।