সুক্ষ বিরহে ভালবাসার সুর,মন থেকে বের হয়
ছোট্ট বৃষ্টি কনা থেকে তুমি সাগর হয়ে যেও
কল্পনা করি আমি যা,নদী আর নারী তো একই
বুঝি আমি সেটা ।।
তুমি যদি সাগর হও তবে তোমার জলে ভাসাবো
রঙ্গিন আবেগ,
তোমাতে চালাবো ছোট্ট তরী থাকিলে ভাবাবেগ ।
ভালবাসার এক ছোট্ট সাগর,
তোমার হৃদয় যার দুকূল ।
মিষ্টি ছেলে লক্ষ্মী সোনা বলে বোঝাবো আমার ভুল ।
গভীরতা যদি অধিক চাও,তাহলে আমার সব কান্না
তোমার জলে উপহার দেব ,
শুধু আঁখিপাতে গভীর রাতে, তোমার ভালবাসা চেয়ে নেবো ।
সাগর হও তুমি ঢেউ হবো আমি,ভাসাব রঙ্গিন পাল
দেখে যাবে পৃথিবী,দেখে যাবে প্রকৃতি
দেখে যাবে বসন্তকাল ।
সাগর ভরা মাছ,জলে আছে ঢেউ
কূলে আছি নদী আমি,ভাবি এই বুঝি
সপ্নের ঘোরে ছুটে আসবে তুমি ।
তোমার বিশালতা,তোমার গভীরতা
তোমার ছোট্ট জলকণার হাসি
সবায় জানুক আমি তোমায় অনেক বেশি ভালোবাসি……।।
জেমি খাঁন